নোটিশ বিবরণী

গাজীপুর জেলা আইনজীবী সমিতি পাঠাগারের নোটিশ

১০ নভেম্বর, ২০২২
সম্মানিত সদস্যগণ,

আমাদের গাজীপুর জেলা আইনজীবী সমিতির পাঠাগারের নতুন কার্যক্রম ও সেবাসমূহের বিষয়ে জানাতে পেরে আমরা আনন্দিত। আপনাদের সুবিধার্থে নিচের তথ্যগুলো দেওয়া হলো:

১. পাঠাগারের সময়সূচি: - রোববার থেকে বৃহস্পতিবার: সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত। - শুক্রবার ও শনিবার: বন্ধ।

২. নতুন বই সংগ্রহ: - আমাদের পাঠাগারে নতুন আইন, বিচার এবং অন্যান্য বিষয়ক বই যুক্ত করা হয়েছে। আপনারা যে কোনো বই পড়তে এবং ধার নিতে পারেন।

৩. ই-বুক এবং ডিজিটাল রিসোর্স: - পাঠাগারে ই-বুক এবং অনলাইন জার্নাল অ্যাক্সেস করার ব্যবস্থা রয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য লাইব্রেরিয়ানের সাথে যোগাযোগ করুন।

৪. সদস্যপদ নবায়ন: - সকল সদস্যগণকে তাদের সদস্যপদ নবায়ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। নবায়নের শেষ তারিখ ৩১শে আগস্ট, ২০২৪।

৫. অনলাইন ক্যাটালগ সেবা: - পাঠাগারের সকল বইয়ের অনলাইন ক্যাটালগ উন্মুক্ত করা হয়েছে। আপনারা https://library.gazipurdistrictbarassociation.com এ গিয়ে বইয়ের তালিকা দেখতে এবং বই রিজার্ভ করতে পারবেন।

আমরা আশা করি এই নতুন সেবাগুলো আপনারা ব্যবহার করবেন এবং আমাদের পাঠাগারকে আরও সমৃদ্ধ করবেন।

ধন্যবাদান্তে, গাজীপুর জেলা আইনজীবী সমিতি


প্রশ্ন ও অনুসন্ধানের জন্য যোগাযোগ:

  • ফোন: ০১৭১২৩৪৫৬৭৮৯
  • ইমেইল: gazipurdistrictbarassociation@gmail.com

 

(DEMO)