EC: 2024-25
EC: 2024-25
EC: 2024-25
লাইব্রেরী বিধি
ক) লাইব্রেরী সম্পাদক সমিতির পাঠাগারের দায়িত্বে থাকবেন। তিনি নির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার বই কিনতে পারবেন। ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার বেশী বই পুস্তক কিনতে হলে লাইব্রেরী সম্পাদককে প্রধান করে, গঠিত কমিটি এই সব বই কেনার জন্য নির্বাহী কমিটির পূর্বানুমতি গ্রহণ করবেন, যার দায়িত্ব থাকবে লাইব্রেরী সম্পাদকের।
খ) কোন বিধান অথবা লাইব্রেরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লাইব্রেরিয়ান যে কোন সদস্যের নিকট বই ইস্যু করবেন, তবে উক্ত সদস্যের পূর্ণ স্বাক্ষর তারিখ এবং কোন আদালতে বই ইস্যু করবেন, তবে উক্ত সদস্যের পূর্ণ স্বাক্ষর তারিখ এবং কোন আদালতে বই নেয়া হচ্ছে সে সব বিবরণ উল্লেখ থাকা প্রমাণ পত্র গ্রহণ করে ইস্যুকৃত বইয়ের বিষয় রেজিষ্ট্রারে লিপিবদ্ব করে অথবা যথাযথ ভাবে নির্ধারিত ফরম পূরণ করে উক্ত বই প্রদান করবেন।
গ) যে কোন সদস্য কোন বই আদালত, সমিতির হল রুম অথবা আদালত চত্বরের বাইরে কোন স্থানে নিতে পারবেন না। যদি এরূপ প্রতীয়মান হয় যে, কোন সদস্য তথ্য গোপন করে অথবা প্রতারনা মূলক ভাবে লাইব্রেরীর কোন বই তার বাড়ী, আদালত চত্বরের বাইরে কোন স্থানে নিয়ে গিয়েছেন, তাহলে তার সদস্য পদ বাতিল হবে।
ঘ) গ্রন্থাগারিক অথবা তার সহকারী, কোন সদস্য কর্তৃক নেয়া বই ফেরত দিয়েছেন এবং ফেরতের বিষয়টি যথাযথ ভাবে লিপিবদ্ধ করা আছে এটা নিশ্চিত করবেন।
ঙ) যদি কোন সদস্য তার নিজের ব্যবহারের জন্য কোন বই নিতে চান, তাহলে তিনি তা নির্ধারিত ¯িøপে নোট করবেন এবং পরবর্তী দিন সকাল ১০.৩০ মিনিটের পূর্বে অবশ্যই ফেরত দিবেন। বিশেষ ক্ষেত্রে লাইব্রেরী সম্পাদক উক্ত সময়ের উর্ধ্বে কিছু সময় বৃদ্ধি করার জন্য অনুমোদন প্রাপ্ত, তবে তা কোন অবস্থাতেই দুই দিনের বেশী হবে না। যদি কোন বই আদালতের প্রিজাইডিং অফিসারকে দেয়া হলে তাহলে এ বিধান প্রযোজ্য হবে না। এরূপ ক্ষেত্রে সদস্য তার ¯িøপে উক্ত আদালতের নাম লিপিবদ্ধ করবেন। তবে উক্ত সদস্য নিজ দায়িত্বে বই লাইব্রেরীতে ফেরত দিবেন।
চ) যখন কোন সদস্য কর্তৃক নেয়া বই বা বইগুলি পরবর্তী দিনে ফেরত না দেন অথবা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দেন, তাহলে উক্ত সদস্য প্রতিটি বইয়ের জন্য প্রতি দিন বাবদ ৫/- (পাঁচ) টাকা হিসাবে জরিমানা দিবেন এবং ইতিপূর্বে নেয়া বই ফেরত না দেয়া পর্যন্ত তিনি আর কোন বই নিতে পারবেন না অথবা তিনি যদি উক্ত বই বা বই গুলির বাজার মূল্য সমিতিকে পরিশোধ না করেন, তাহলে তিনি আর কোন বই নেয়ার জন্য অধিকারী থাকবেন না। ভোটার তালিকায় তার নাম অন্তর্ভূক্ত হইবে না।
ছ) কোন সদস্যের নিকট বই ইস্যু করা এবং ফেরত নেয়ার ব্যাপারে পুস্তক কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে।
জ) যদি কোন সদস্য কর্তৃক তাহার ব্যবহারের জন্য নেয়া বই অথবা কোন আদালতে ব্যবহারের জন্য নেয়া বই হারিয়ে ফেলেন, তাহলে তিনি উহার মূল্যের টাকা পরিশোধ করবেন যা দিয়ে উক্ত বই সংগ্রহ করা হবে।
ঝ) যদি কোন সদস্য তার ১৫ (পনের) দিনের মধ্যে ফেরতের শর্তে নেয়া বই ফেরত দিতে ব্যর্থ হন, তাহলে লাইব্রেরী সম্পাদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এবং বিষয়টা অনুমোদনের জন্য নির্বাহী কমিটিতে প্রেরণ করবেন। এক্ষেত্রে নির্বাহী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্য বাধক হিসাবে বিবেচিত হবে।
ঞ) লাইব্রেরী সম্পাদক বার্ষিক সাধারণ সভায় লাইব্রেরীতে রক্ষিত বই এর বিস্তারিত তালিকা প্রদান করিতে বাধ্য থাকবে।
২৫ জুলাই, ২০২৪
২৫ জুলাই, ২০২৪
১৫ জুলাই, ২০২৪
১৫ জুলাই, ২০২৪
১৫ জুলাই, ২০২৪
১৫ জুলাই, ২০২৪
১৫ জুলাই, ২০২৪
১৫ জুলাই, ২০২৪
১৫ জুলাই, ২০২৪
১৫ জুলাই, ২০২৪